Monday, 23 August 2021

লালাবাজারে আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিঃ আউটলেটের উদ্বোধন



সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারস্থ ল্যান্ডমার্ক শপিং কমপ্লেক্সে আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের আউটলেট শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে ২২ আগস্ট রবিবার বেলা ১১টায় ল্যান্ডমার্ক শপিং কমপ্লেক্সে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। 


আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড জিন্দাবাজার শাখার এভিপি ও ব্যবস্থাপক সৈয়দ মোয়াজ্জেম হোসেন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিলেট জোন প্রধান একেএম আমজাদ হোসেন।


আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড লালাবাজার আউটলেট শাখা ইনচার্জ মাওলানা নজরুল ইসলাম এর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ল্যান্ডমার্ক সিলেট প্রাইভেট লিঃ এর চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল আহাদ, ম্যানেজিং ডিরেক্টর ও লালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খায়রুল আফিয়ান চৌধুরী, লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল, ছালেহা নূর চৌধুরী একাডেমীর প্রতিষ্টাতা ফালাকুজ্জামান চৌধুরী জগলু, বিবিদইল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম রানা, আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম, ইসলামী ব্যাংক লিঃ লালাবাজার আউটলেট শাখার পরিচালক সৈয়দ আব্দুল হামিদ রিপন, ব্যাংক কর্মকর্তা মহিউদ্দিন, বিশিষ্ট রাজনীতিবিদ লোকমান আহমদ, আমিনুর রহমান চৌধুরী সিফতা, লায়েক আহমদ জিকু প্রমুখ।


শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন লালাবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা খায়রুল ইসলাম। দোয়া পরিচালনা করেন লালাবাজার আলিম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল লতিফ।

শেয়ার করুন