সিলেটের মুরাদপুর সেনানিবাসের বহুতল ভবনে আগুন লেগেছে এমন গুজব সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়ানোর দায়ে গ্রেফতারকৃত সেই ৭ ভুয়া সাংবাদিকের ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (৯ আগস্ট) সংশ্লিষ্ট আদালতে হাজির করে পুলিশ গ্রেফতারকৃতদের রিমান্ডে নেয়ার আবেদন করলে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সোমবার বিকেলে কুশিয়ারা নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা শাহপরাণ থানার এস.আই দেবাংশু পাল।
এর আগে ২৫ জুলাই সিলেটের পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে গুজব ছড়ানো ৭ ভুয়া সাংবাদিককে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। পরে এ বিষয়ে সংবাদ সম্মেলন করেন র্যাব-৯ এর এএসপি ও মিডিয়া অফিসার সোমেন মজুমদার।
পরবর্তীতে তাদের বিরুদ্ধে সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরাণ (রহ.) থানায় মামলা দায়ের করা হয়।
গ্রেফতারকৃত ৭জন হলেন- গোলাপগঞ্জরে আশফাকুর রহমান (২২), রেজা হোসাইন (২০), সোহেল আহমদ (২৩), আবুল কাশেম (৩৫), শাহপরান এলাকার আলাউদ্দিন আলাল (৪৭), মোগলাবাজারের রাজন আহমদ (২৮), ও বিমানবন্দর এলাকার মোক্তার হোসেন মান্না (২৮)।
খবর বিভাগঃ
সিলেট