বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও আনজুমানে আল ইসলাহ ইউকে'র সাংগঠনিক সম্পাদক মাওলানা কয়েছুজ্জামানের পিতা জনাব মো. আব্দুল মুছাব্বির সাহেবের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি দুলাল আহমদ ও সাধারণ সম্পাদক মুজতবা হাসান চৌধুরী নুমান।
নেতৃবৃন্দ এক শোকবার্তায় বলেন, হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) এর স্নেহধন্য ছিলেন মো. আব্দুল মুছাব্বির সাহেব। তিনি জীবিত অবস্থায় ইসলামের বিভিন্ন খেদমতের সাথে নানাভাবে সম্পৃক্ত ছিলেন। নেতৃবৃন্দ তাঁর রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
উল্লেখ্য, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও আনজুমানে আল ইসলাহ ইউকে'র সাংগঠনিক সম্পাদক মাওলানা কয়েছুজ্জামানের পিতা জনাব মো. আব্দুল মুছাব্বির সাহেব ১৪ আগস্ট, শনিবার, রাত ১০:৩০ ঘটিকায় সিলেটের একটি হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। ১৫ আগস্ট, রবিবার, বাদ আছর মরহুমের নিজগ্রাম সিলেট সদর উপজেলার উমাইরগাঁওয়ে জানাযা শেষে তাঁকে দাফন করা হয়।
খবর বিভাগঃ
শোক সংবাদ