গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উদযাপন উপলক্ষ্যে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। সোমবার(৩০ আগস্ট) সকালে উপজেলা পরিষদ পুকুরে আনুষ্ঠানিক ভাবে মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী ।
মাছের পোনা অবমুক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, জেলা আওয়ামী লীগের সদস্য সমাজসেবী ও শিক্ষানুরাগী সৈয়দ মিছবাহ উদ্দিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (অ.দা.) মোঃ হাসিবুল হাসান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো: পারভেজ তালুকদার, পল্লী উন্নয়ন সঞ্চয় ব্যংকের সমন্নয়নকারী সফিকুল ইসলাম, উপ সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান আছদ্দর আলী জালালী।