করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সারাদেশে শুরু হচ্ছে গণহারে টিকাদান কর্মসূচী। এ কর্মসূচির আওতায় আগামীকাল (৭ আগস্ট) সারাদেশের একযোগে চলবে টিকাদান ক্যাম্পেইন। এদিন প্রত্যেক পৌরসভা ও ইউনিয়নের ১নং ওয়ার্ডে ৬০০ জনকে করোনার টিকা দেয়া হবে।
এদিন গণটিকাদানের লক্ষে গোলাপপগঞ্জ উপজেলার ১টি পৌরসভা ও ১০টি ইউনিয়নের ১নং ওয়ার্ডে টিকাকেন্দ্র প্রস্তুত করা হয়েছে।
উপজেলার বুধবারীবাজার ইউনিয়নের ১নং ওয়ার্ডে ৬০০জনকে করোনার টিকা দেয়া হবে। এ লক্ষে কটলীপাড়া মহিলা মাদ্রাসাকে টিকাকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। ঐ টিকাকেন্দ্র থেকেই ১নং ওয়ার্ডবাসী করোনার টিকা গ্রহণ করবেন।