Sunday, 22 August 2021

সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্য-এর সভা অনুষ্ঠিত



সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্য-এর কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে।


গত ১৮ আগস্ট ২০২১ বুধবার সন্ধ্যা ৭টায় পূর্বলন্ডনের ৩৭সি প্রিন্সলেট স্ট্রিটে এ সভা অনুষ্ঠিত হয়। 


সভার শুরুতে বঙ্গবন্ধু-সহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। 



সভায় আগামী একবছরের পরিকল্পনা, বইমেলা ও সেপ্টেম্বরে একটি বিশেষ সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন, উপদেষ্ঠা পরিষদ গঠন-সহ অনেকগুলো গুরত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 


ময়নুর রহমান বাবুলের সভাপতিত্বে ও এ কে এম আব্দুল্লাহর পরিচালনায় অনুষ্ঠিত কার্যনির্বাহী সভার আলোচনায় অংশ নেন- আবুল কালাম আজাদ ছোটন, নুরুল ইসলাম, আতাউর রহমান মিলাদ, ফারুক আহমদ, আনোয়ার শাহজাহান, মোসাইদ খান, জুয়েল রাজ, মোস্তফা জামান চৌ: নিপুণ, মোহাম্মদ ইকবাল, শামীম আহমদ, সাগর রহমান,সাইম উদ্দিন খন্দকার,সৈয়দ হিলাল সাইফ,শাহাদাত করিম, রহমত আলী,মুহাম্মদ মুহিদ প্রমুখ।


শেয়ার করুন