Saturday, 7 August 2021

ছেলের হাতে মার খেয়ে আত্মহত্যা করলেন বাবা




নিউজ ডেস্কঃ মানিকগঞ্জের শিবালয় উপজেলায় এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৭ আগস্ট) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের এ ঘটনা ঘটে। তবে ছেলের সঙ্গে অভিমানে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা স্বজনদের।

মৃত ব্যক্তি একই ইউনিয়নের ছামাদ আলীর ছেলে নিলুমুদ্দিন (৫৫)।


স্বজনরা জানান, গত বৃহস্পতিবার ছোট ছেলে নাঈম হোসেনের সঙ্গে নিলুমুদ্দিনের ঝগড়া হয়। একপর্যায়ে বাবাকে মারধর করেন নাঈম। এরই জেরে তিনি গাছের সঙ্গে রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

শিবালয় থানার ওসি ফিরোজ কবীর জানান, শনিবার (৭ আগস্ট) দুপুরে বাড়ির পাশের একটি গাছে নিলুমুদ্দিনকে ঝুলতে দেখে পুলিশে সংবাদ দেয় স্থানীয়রা। পরে মরদেহটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।

শেয়ার করুন