Tuesday, 17 August 2021

দক্ষিণ সুরমায় মাঠ দিবস ও কৃষক প্রশিক্ষণ


বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এর আয়োজনে ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দক্ষিণ সুরমার সহযোগিতায় ১৭ আগষ্ট মঙ্গলবার দক্ষিণ সুরমার নাজির বাজার ও হকিয়ারচরে মাঠ দিবস ও কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দক্ষিণ সুরমা সিলেটের সহযোগিতায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) এর ফলিত গবেষণা বিভাগের আয়োজনে বাস্তবায়িত ব্রি ধান৪৮, ব্রি ধান৮২ এবং ব্রি ধান৯৮ জাত সমুহের পৃথক দুটি প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়।


প্রদর্শণীর মাঠ দিবস ও প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রি’র ফলিত গবেষণা বিভাগের বিভাগীয় প্রধান ও মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. হুমায়ূন কবীর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মামুনুর রহমান।

আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি অফিসার এ. কে. আজাদ ফাহিম, মিল্টন পাল, অর্ণব ধর চৌধুরী, বিপ্রেশ তালুকদার,  শাহিদা সুলতানা, হাফিজ কাওছার আহমদ প্রমূখ।


শেয়ার করুন