আন্তর্জাতিক ডেস্কঃ মিনিবাসে কার্টুনে করে একটি অজগর নিয়ে যাওয়া হচ্ছিল। বাসটির সহমালিকের পীড়াপীড়িতে ড্রাইভার গাড়িতে করে এই অজগর বহনে রাজি হয়েছিলেন। কিন্তু তিনি তো জানতেন না এটাই তার কাল হবে!
মর্মান্তিক এই ঘটনা ঘটেছে মিশরে। আরব নিউজের খবরে বলা হয়েছে, কোবরার কামড়ে মিনিবাসে থাকা একই পরিবারের চার সদস্যের মৃত্যু হয়েছে।
মিশরের ইয়ুম সেভেন নামে এক সংবাদপত্রের খবরে বলা হয়েছে, বাসের ড্রাইভার গাড়িটির সহমালিকের অনুরোধে আলেকজান্দ্রিয়া থেকে মিশরের উত্তর কাফর ইল-শেখ শহরে কার্টুনে করে কোবরা নিয়ে যেতে রাজি হয়েছিলেন।
তবে মিনিবাসে থাকা যাত্রীরা গাড়িতে কোবরা নিয়ে যাওয়া হচ্ছিল-এই তথ্য জানতেন কী না, সেটা জানা যায়নি।
ড্রাইভারসহ গাড়িটির সব যাত্রী অজগরটির কামড়ে মারা যান। নিহতরা হলেন- ত্বহা আব্দুল গাফ্ফার খলিফা, তার স্ত্রী সুন্দুস নসর ইসা, নসবি সাইদ শরসের এবং তার বড় খালা জয়নব নববার।
খবরে বলা হয়, গাড়ির পেছনে থাকা কার্টুন থেকে বের হয়ে অজগরটি যাত্রী সিটের নিচ দিয়ে পরপর পাঁচজন দংশন করে।
অজগরের কামড়ে চার যাত্রীসহ বাসটির ড্রাইভার যখন মৃত্যুর কোলে ঢলে পড়েন- গাড়িটি তখন একটি কংক্রিটের ব্যারিকেডে ধাক্কা দেয়। এ সময় অজগরটি পালিয়ে যাবার চেষ্টা করে। কিন্তু প্রত্যক্ষদর্শীরা কোবরাটি দেখতে পান এবং মেরে ফেলেন।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক