বিশ্বনাথে বিরল রোগে ‘নিউরোফাইব্রোমাটোসিসে’ আক্রান্ত দিনমজুর জিলু মিয়া (৪৫)। হতদরিদ্র এই দিনমজুরের স্ত্রী, ৪ সন্তানসহ ৬ সদস্যের পরিবার।
জিলু মিয়া বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের পাখিছিরি গ্রামের সাদেক আলীর ছেলে। নিজের সঙ্গে তার দুই সন্তানের শরীরেও এই বিরল রোগে বাসা বেঁধেছে।
সামান্য ভিটে অবশিষ্ট থাকা জিলু অন্যের কাজ করে ক্ষুদ্র উপার্জন করেন। এই অর্থ ও সরকার থেকে পাওয়া প্রতিবন্ধী ভাতা দিয়েই টেনেটুনে সংসার চালান তিনি।
ডাক্তার জানিয়েছেন, শুধু তার চিকিৎসার জন্য ২০ লাখ টাকার প্রয়োজন। পরিবারের সদস্যদের আহার জোগাতে যেখানে তাকে হিমশিম খেতে হয়, সেখানে চিকিৎসা জন্য এত টাকা সংগ্রহ তার জন্য দুঃসাধ্য।
অসহায় জিলু মিয়া নিজেকে নিয়ে যতটা না চিন্তিত তার থেকে বেশি চিন্তিত পরিবারের সদস্যদের নিয়ে। সংসারের হাল ধরে রাখতে তার সুস্থ হওয়া খুবই প্রয়োজন।
বৃহস্পতিবার দুপুরে খাজাঞ্চি ইউনিয়ন পরিষদ হলরুমে উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎ করেন জিলু মিয়া। চিকিৎসার অর্থ বহনে অক্ষম উল্লেখ করে হৃদয়বান সকল মানুষকে তিনি সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ জানান।