ডেস্কঃ বজ্রপাতে নিহত ১৭ লাশে থাকতে পারে ‘ম্যাগনেট’, এমন শংকায় চুরি ঠেকাতে কবরগুলোর উপর সিমেন্টের ঢালাই দিয়েছেন মৃতদের প্রতিবেশীরা।
বজ্রপাতে কেউ মারা গেলে সেই লাশ মূল্যবান কোনো বস্তু কিংবা ম্যাগনেটে পরিণত হয়। এমন ধারণা থেকে দেশে প্রায় বজ্রপাতে মৃতদের লাশ চুরির ঘটনা ঘটে। সেই আশঙ্কা থেকেই চাঁপাইনবাবগঞ্জে এমন পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছেন গ্রামবাসী।
উল্লেখ্য, গত বুধবার (৪ আগস্ট) একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের তেলিখাড়ি নামক স্থানে বজ্রপাতে ১৭ জন নিহতের ঘটনা ঘটে।
পরে বুধবার রাতেই পারিবারিকভাবে নিজ নিজ এলাকায় জানাজা শেষে ১৭ জনকে দাফন করা হয়।
স্থানীয় খাইরুল ইসলাম ও শিমুল পারভেজ জানান, ‘যারা মারা গেছেন তারা সবাই নতুন বিয়ে করা আল-মামুনের আত্মীয়। একই পরিবারে তার নানা, নানি, মামা, মামিসহ সাতজন মারা গেছেন। ওই পরিবারে একটি ছেলে ছাড়া কেউ বেঁচে নেই। আরেকটি পরিবারে তিন বছরের একটি শিশু ছাড়া আর কেউ জীবিত নেই। এমন ঘটনায় পুরো গ্রামবাসী কাঁদছে।
আমিনুল ইসলাম নামে আরেকজন জানান, বর মামুনের বোন ও দুলাভাইও বজ্রপাতে মারা যান। কিন্তু তার বোনের কোলে থাকা তিন বছরের সন্তানটি বেঁচে যায়।
এদিকে নিহত ১৭ জনকে বাড়ির উঠানেই দাফন করা হয়। বাড়ির উঠানে দাফন করা প্রসঙ্গে প্রতিবেশী আলী হোসেন বলেন, ‘বাপ-দাদার আমল থেমে শুনেছি বজ্রপাতে মৃতদের লাশ চুরি হয়। সেজন্য বাড়ির আঙিনায় সবাইকে দাফন করা হয়েছে। এতে সার্বক্ষণিক আমরা এসব লাশ পাহারা দিতে পারব।
খবর বিভাগঃ
বাংলাদেশ