Saturday, 14 August 2021

ঢাকাদক্ষিণে ৪ শতাধিক অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ



গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণে যুক্তরাষ্ট্র প্রবাসী খ্যাতনামা ব্যাবসায়ী কেপিসি গ্রুপের চেয়ারম্যান ড. কালী প্রদীপ চৌধুরী ও ডাইনার গ্রুপের সিইও গোলাম রব্বানী খানের পক্ষ থেকে খাদ্য সামগ্রী সহায়তা প্রদান করা হয়েছে। 


উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৪শতাধিক অসহায় মানুষের মধ্যে খাদ্য বিতরণ করা হয়।

শনিবার দুপুর ১২টায় ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে খাদ্য সহায়তা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ব্যাংকার গোলাম ইজদানীর সভাপতিত্বে ও   উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম দস্তগীর ছামিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগ-এর অন্যতম সদস্য সরোওয়ার হোসেন।

বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক সাহাব উদ্দিন আহমদ, ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম আব্দুর রহিম, সাবেক চেয়ারম্যান মজির উদ্দিন চাকলাদার,  ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ-এর অধ্যক্ষ রেজাউল আমীন। 


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাবেক নৌ বাহিনী কর্মকর্তা খসরু খান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সদস্য এম এ ওয়াদুদ এমরুল, ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ-এর গভর্ণিং বডি সদস্য মো.আলাউদ্দিন, রেজোয়ান হোসেন রাজু, ইউপি সদস্য হোসাইন আহমদ,  আব্দুল করিম কাসেমী, নিজাম আহমদ, ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদ সচিব মোস্তাফিজুর রব, আওয়ামীলীগ নেতা আবুল কাশেম লিপু, নকুল রাম মালাকার, ইউডিসি উদ্যোক্তা গোলাম রসুল খান প্রমুখ।


শেয়ার করুন