Thursday, 5 August 2021

সৌদি আরবে বাংলাদেশিকে গলাকেটে হত্যা



প্রবাস ডেস্কঃ সৌদি আরবে এক প্রবাসী বাংলাদেশিকে গলাকেটে হত্যা  করেছে দুর্বৃত্তরা। নিহত ওই প্রবাসীর নাম জাকির হোসেন (২৯)।

বুধবার (৪ আগস্ট) সকালে রিয়াদের আল হারা এলাকায় নিজের বাসাতেই তাকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়। 

জাকিরের বড় ভাই দুলাল মিয়া গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, জাকির হোসেন হত্যার বিষয়টি আমার এক শ্যালক সৌদি আরব থেকে জানিয়েছেন। বাসার ভেতরে জাকিরের রক্তার লাশের একটি ছবিও আমরা পেয়েছি।

তবে কারা কেন জাকিরকে হত্যা করে থাকতে পারে, সে ব্যাপারে পরিবারের সদস্যরা কিছু বলতে পারেননি।

নিহত জাকির হোসেনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানায়। তিনি মো. কাঞ্চন মিয়ার ছেলে।



শেয়ার করুন