সাপ্তাহিক গোলাপগঞ্জ-বিয়ানীবাজার সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ রাজনৈতিক ব্যক্তিত্ব এডভোকেট মাওলানা মাওলানা রশীদ আহমদ মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার সকাল ১১ টা ১০ মিনিটের সময় তিনি চিকিৎসাধীন অবস্থায় সিলেটের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আগামীকাল মঙ্গলবার (২৪ আগস্ট) বাদ আসর গোলাপগঞ্জ এমসি একাডেমি মাঠে মরহুমের জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ সমাহিত করা হবে।
এদিকে মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম শাকিল, কোষাধ্যক্ষ জাবেদ মাহমুদ-সহ সংগঠনের নেতৃবৃন্দ।
তারা এক শোক বার্তায় শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
(বিজ্ঞপ্তি)
খবর বিভাগঃ
বিজ্ঞপ্তি