Wednesday, 18 August 2021

জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত


সিলেট-জকিগঞ্জ সড়কের বারহাল এলাকায় একটি মাইক্রোবাস (নোয়াহ) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে ২ জনের মৃত্যু ঘটেছে। তবে মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন স্থানীয়রা।



বুধবার (১৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিজগ্রাম পরচক আর শাহবাগের মাঝামাঝি জায়গায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষনিক নিহতের নাম-ঠিকানা এখনও জানা যায়নি।
 
মৃত্যুর বিষয়টি জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কাশেম নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। আরো কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ উদ্ধার কাজ চালাচ্ছে। উদ্ধার কাজ শেষ হলে নিহতের সঠিক সংখ্যা জানা যাবে। নিহতের নাম-ঠিকানা বা বিস্তারিত এখনও পাওয়া যায়নি।


তবে প্রত্যক্ষদর্শীরা বলছেন- মৃত্যুর সংখ্যা একাধিকও হতে পারে। এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার কাজ চলছে বলে জানান জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কাশেম।


শেয়ার করুন