Tuesday, 17 August 2021

নুরপুর স্বাস্থ্য কেন্দ্রে ফজলুর রহমান স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল



দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের নুরপুর স্বাস্থ্য কেন্দ্রের ফার্মাসিস্ট মোঃ ফজলুর রহমান স্মরণে রাইজিং ষ্টার সমাজ কল্যাণ সংস্থা রাজাপুর নুরপুর এর উদ্যোগে ১৬ আগষ্ট সোমবার দুপুরে স্বাস্থ্য কেন্দ্রে এক শোক সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। 

রাইজিং ষ্টার সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মবশ্বির আহমদের সভাপতিত্বে শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডাঃ আরমান আহমদ শিপলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডাঃ সমাপন সিনহা, লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মুহিদ হোসেন, স্হানীয় ইউপি সদস্য রৌশন আহমদ, বিশিষ্ট মুরব্বী সিরাজ মিয়া,মলিক মিয়া। 


এসময় বক্তব্য রাখেন মরহুম ফজলুর রহমান এর পুত্র জাহিদ হোসেন, সংস্থার উপদেষ্টা শহীদ আলী, সাধারন সম্পাদক শাহ কামরান আহমদ। সাংগঠনিক সম্পাদক রোহেল আহমদ এর পরিচালনায় শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন রিমন আহমদ। 

সভায় বক্তারা মরহুমের কর্মময় জীবনের উপর আলোচনা করেন। তারা বলেন, ফজলুর রহমান ছিলেন অত্র এলাকার সর্বস্তরের মানুষের আপনজন, সব সময় তাদেরকে সেবা দিতে তৎপর থাকতেন। তার এ সেবার কারনে গোটা এলাকার জনগন তাকে আজীবন স্মরণ করবে। নেতৃবৃন্দ  তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন রাজাপুর পুর্বপাড়া জামে মসজিদের ইমাম হাফিজ হোসাইন আহমদ। পরে উপস্থিত সকলের মাঝে শিরনী বিতরন করা হয়।

শেয়ার করুন