ভাইরাল ভিডিওতে দেখা গেছে, দমকল বাহিনীর কর্মীরা স্থানীয়দের সহায়তায় জাল আর দড়ির সাহায্যে ওই নারীকে টেনে উপরে তুলছেন। তিনি জালের ভেতর বসে উপরে উঠে আসেন।
উপরে ওঠার পর জাল থেকে নিচে নামার সময় তিনি দাঁড়াতে গিয়ে কাঁপছিলেন বলে ওই ভিডিওতে দেখা গেছে। দুর্ঘটনার জেরে তিনি হতভম্ব হয়ে গিয়েছিলেন বলে মনে করা হচ্ছে। পরে অবশ্য সেখানে উপস্থিত জনতা তাকে সাহায্য করেন। ভিডিওতে তাকে হাঁটতেও দেখা যায়।
গত মঙ্গলবার ভারতের কেরালায় ওই ঘটনা ঘটে। বুধবার ভারতের সংবাদ সংস্থা এএনআই ওই ভিডিও প্রকাশ করলে তা ভাইরাল হয়। অনেকেই ওই নারীকে অক্ষত অবস্থায় উদ্ধারের জন্য দমকল বাহিনীর কর্মীদের প্রশংসা করেছেন। তবে কিভাবে তিনি কুয়ায় পড়ে গেলেন সে ব্যাপারে ওই প্রতিবেদনে কিছু জানানো হয়নি।
এ ধরনের উদ্ধার অভিযান দক্ষ আর প্রশিক্ষিত ব্যক্তির তত্ত্বাবধায়নে না হলে ক্ষতির আশঙ্কা থাকে। চলতি বছরের জুলাই মাসে ভারতের মধ্য প্রদেশে কুয়ায় পড়ে যাওয়া এক শিশুকে উদ্ধার করতে গিয়ে ১১ জনের মৃত্যু হয়।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক