করোনাক্রান্ত সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আবুল মাল আব্দুল মুহিত এখন অনেকটা সুস্থ রয়েছেন। তার শারীরিক উন্নতি হয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে।
এদিকে চিকিৎসাধীন আব্দুল মুহিতের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে ফেসবুকে। এমন মিথ্যা গুজবে কান না দিতেও তার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে।
জানা গেছে আব্দুল মুহিতের শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। তিনি স্বাভাবিকভাবে খাওয়া-দাওয়া ও কথাবার্তা বলতে পারছেন।
এমনকি, বাংলাদেশ ও অষ্ট্রেলিয়ার মধ্যকার টি-২০ সিরিজের ২য় ম্যাচের খেলা উপভোগ করেছেন তিনি।
তবে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন প্রবীণ এই নেতার দ্বিতীয় দফা পরীক্ষায়ও করোনা পজিটিভ এসেছে।
মুহিতের ছোট ভাই পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বুধবার (৪ আগস্ট) রাতে এসব তথ্য জানিয়েছেন।