Wednesday, 9 June 2021

গোলাপগঞ্জে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩



গোলাপগঞ্জে বাস ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে আম্বর আলী নামের এক কিশোর নিহত এবং আরোও ৩ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৮ জুন) রাত ৯ টার দিকে গোলাপগঞ্জ-ভাদেশ্বর সড়কের ঢাকাদক্ষিণ  কানিশাইল গ্রামের সাবেক ভিপি সফিক উদ্দিনের বাড়ির সামনে এ দুর্ঘটনাটি ঘটে। 

নিহত আম্বর আলীর বাড়ি ভাদেশ্বরের নালিউরি গ্রামে। সে মরহুম মনচই মিয়ার পুত্র।

জানা যায়, গোলাপগঞ্জ থেকে ভাদেশ্বরগামী বাস (সিলেট জ- ১১-০৪২৪) ও ভাদেশ্বর থেকে ঢাকাদক্ষিগামী সিএনজি অটোরিকশা কানিশাইল গ্রামের সাবেক ভিপি সফিক উদ্দিনের বাড়ির সামনে আসামাত্র মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সিএনজি অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়।

এঘটনায় অপর ৩জন মারাত্মকভাবে আহত হয়েছেন বলেও জানা যায়।

তাৎক্ষণিক আহতদের নাম পরিচয় জানা যায়নি। 

গোলাপগঞ্জ মডেল থানার এসআই ফয়জুল করিম জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পাঠানো হয়েছে। 

শেয়ার করুন