Saturday, 12 June 2021

৩ লাখ টাকা বকেয়া থাকায় ৫ কোটি টাকার বাড়ি গুড়িয়ে দিলেন মিস্ত্রি!

৩ লাখ টাকা বকেয়া থাকায় ৫ কোটি টাকার বাড়ি গুড়িয়ে দিয়েছেন মিস্ত্রি! ইংল্যান্ডের লেস্টারের স্টোনিগেটে এই ঘটনা ঘটে বলে শুক্রবার এক প্রতিবেদনে জানা গেছে।

কিন্তু কেন এই ঘটনা ঘটালেন ওই মিস্ত্রি? জানা গেছে, ওই মিস্ত্রিকে দিয়ে কাজ করিয়ে পুরো টাকা মেটাননি বাড়ির মালিক। সেই ক্ষোভেই বাড়ি ভেঙে দেন ওই মিস্ত্রি।

জানা গেছে, ইংল্যান্ডের লেস্টারের স্টোনিগেটের বাসিন্দা জে কুর্জি সম্প্রতি একটি বাড়ি কিনেছিলেন। সেই বাড়িটি নতুন করেই গড়ে তুলতে চেয়েছিলেন তিনি। এর জন্য খরচ হয় ৪ কোটি ৮৮ লাখ ৭২ হাজার টাকা।

কিন্তু মিস্ত্রির কাজ তাকে সন্তুষ্ট করতে পারেনি। তাই ৪ কোটি ৮৮ লাখ ৭২ হাজার টাকা মিটিয়ে দিলেও ৩ লাখ ৬০ হাজার টাকা বাকি রেখে দেন কুর্জি। ঝামেলা বাঁধে সেখান থেকেই। বিষয়টি নিয়ে মিস্ত্রির সঙ্গে একাধিক বাক বিতণ্ডাও হয় কুর্জির।

আর এরপরই সম্প্রতি সপরিবারে ছুটি কাটাতে যান কুর্জি। আর সেই সুযোগেই দলবল নিয়ে ওই বাড়ির অনেকটা অংশই ভেঙে দেন ওই মিস্ত্রি।


শেয়ার করুন