সৌদি আরবে পানির ট্যাংকলরির চাপায় নির্মমভাবে প্রাণ হারিয়েছেন গোলাপঞ্জের কালিকৃষ্ণপুর গ্রামের ফরমুজ আলী (৫৫) ও তার আপন শ্যালক একই গ্রামের আনোয়ার হোসেন (৪০)। সম্পর্কে তারা শ্যালক-দুলাভাই। বৃহস্পতিবার রাতে সৌদি আরবের জেদ্দা শহরে নির্মম এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় আরোও ৫জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
জানা যায়, বৃহস্পতিবার রাতে সৌদি আরবের জেদ্দা থেকে আমদানিয়া শহরে নিজের কর্মস্থলে যাচ্ছিলেন দুলাভাই ফরমুজ আলী (৫৫) ও তার শ্যালক আনোয়ার হোসেনসহ (৪০) আরোও ৬ জন। এ সময় তাদের বহনকারী গাড়িতে একটি পানির ট্যাংকলরি ধাক্কা দেয়। এ সময় রাস্তায় ছিটকে পড়েন গাড়িতে থাকা লোকজন। এ সময় ঘটনাস্থল থেকে টেনেহিঁচড়ে উদ্ধার করা হয় তাদের।
এ সময় ঘটনাস্থলেই মারা যান উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের কালিকৃষ্ণপুর গ্রামের মৃত আবুল হামিদের ছেলে ফরমুজ আলী (৫৫) ও তার শ্যালক কালিকৃষ্ণপুর গ্রামের আবু বক্করের পুত্র আনোয়ার হোসেন (৪০)। এ সময় অপর আহত আব্দুল আলিম, সাইফুল ইসলাম, জাকির হোসেন ও ছাদিক আহমদসহ ৪ জনকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়।