Friday, 18 June 2021

অনলাইনে জুয়াঃ গোলাপগঞ্জের ১জন-সহ ৪ জুয়াড়ি গ্রেফতার


সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাপ ব্যবহার করে অনলাইনে চলছে জুয়া খেলা।ভারতীয় শিলং তীর নামক জুয়া খেলার নম্বর সম্বলিত বার্তা আদান প্রদান হয় হোয়াটসঅ্যাপ ও ম্যাসেঞ্জারের মাধ্যমে। এবার এ খেলায় জড়িত থাকার অপরাধে গোলাপগঞ্জের ১জন-সহ ৪ জুয়াড়িকে গ্রেফতার করেছে সিলেট বিমানবন্দর থানা পুলিশ  

বৃহস্পতিবার (১৭ জুন) রাতে গোপন তথ্যের ভিত্তিতে লাক্কাতুরা চা বাগানস্থ মান্ডপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় ৪জনকে আটক করতে পারলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে আরোও কয়েকজন জুয়াড়ি পালিয়ে যায়।

আটককৃতদের কাছ থেকে জুয়া খেলার সামগ্রী, মোবাইলে সেট ও নগদ টাকা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিমানবন্দর থানায় জুয়া আইনে মামলা দায়ের করেছে। 

শুক্রবার (১৮ জুন) সকালে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। 

গ্রেফতারকৃতরা হচ্ছে, বিমানবন্দর থানাধীন লাক্কাতুরা চা বাগানস্থ লোহার পাড়া এলাকার চামু লোহারের ছেলে অজিত লোহার (১৯), একই এলাকার সুনীল লোহারের ছেলে শ্রাবন লোহার (১৮) চাপাতলা এলাকার সেনাব চৌধুরীর ছেলে জুয়েল চৌধুরী সাজন (২৬) ও গোলাপগঞ্জ থানাধীন শ্রীরামপুর এলাকার মৃত মোহন মিয়ার ছেলে আনসার মিয়া (৪২)।

বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ওসি মাঈনুল ইসলাম জাকির।


শেয়ার করুন