সাউথ সুরমা এডুকেশন সোসাইটির সহ-অর্থ সম্পাদক ও হযরত আবু দৌলত এন্ড শাহ জাকারিয়া (র:) মডেল মাদরাসা ও এতিমখানার পরিচালক যুক্তরাজ্য প্রবাসী সোয়েব আহমদ চৌধুরীর পক্ষ্ থেকে অসহায় একজন কৃষককে ট্রাক্টর প্রদান করা হয়েছে ।
২৫ জুন শুক্রবার দুপুরে বিবিদইল আবুদৌলত র.এন্ড শাহজাকারিয়া মডেল মাদরাসা প্রাঙ্গণে ট্রাক্টর বিতরণকালে উপস্থিত ছিলেন সোসাইটির সভাপতি ও ৬নং লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল, সমাজসেবী জিলু মিয়া চৌধুরী,মাওলানা মাহবুবুল আলম,শাহ জামাল আহমদ,মামুন আহমদ, হুমায়ুন কবির মিলন,শাকির আহমদসহ মাদরাসার শিক্ষক এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
খবর বিভাগঃ
সিলেট