Saturday, 26 June 2021

বিবিদইলে সাউথ সুরমা এডুকেশন সোসাইটির ট্রাক্টর প্রদান


সাউথ সুরমা এডুকেশন সোসাইটির সহ-অর্থ সম্পাদক ও হযরত আবু দৌলত এন্ড শাহ জাকারিয়া (র:) মডেল মাদরাসা ও এতিমখানার পরিচালক যুক্তরাজ্য প্রবাসী সোয়েব আহমদ চৌধুরীর পক্ষ্ থেকে অসহায় একজন কৃষককে  ট্রাক্টর প্রদান করা হয়েছে । 

২৫ জুন শুক্রবার দুপুরে বিবিদইল আবুদৌলত র.এন্ড শাহজাকারিয়া মডেল মাদরাসা প্রাঙ্গণে ট্রাক্টর বিতরণকালে উপস্থিত ছিলেন সোসাইটির সভাপতি ও ৬নং লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল, সমাজসেবী জিলু মিয়া চৌধুরী,মাওলানা মাহবুবুল আলম,শাহ জামাল আহমদ,মামুন আহমদ, হুমায়ুন কবির মিলন,শাকির আহমদসহ মাদরাসার শিক্ষক এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।


শেয়ার করুন