গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের নবগঠিত কমিটিতে সহ-সভাপতি পদে মস্তাব উদ্দিন কামাল চেয়ারম্যান ও সদস্য পদে সেলিম উদ্দিন নির্বাচিত হওয়ায় ফুলের তোড়া দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বৃহত্তর চন্দরপুর আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
সোমবার (৭ জুন) বাদ সন্ধ্যায় চন্দরপুর বাজারে এ শুভেচ্ছা বিনিময় করেন নেতা-কর্মীরা। এসময় নেতৃবৃন্দ নব-নির্বাচিত এ দুই নেতাকে মিষ্টিমুখ করিয়ে অভিনন্দন জ্ঞাপন করেন।
শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন, বুধবারীবাজার ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহিদ কটই, সাংঠনিক সম্পাদক আফজল হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল গফুর, আইন বিষয়ক সম্পাদক বাহার উদ্দিন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আলী হোসেন, যুবলীগ নেতা দুলাল আহমদ, বোরহান উদ্দিন, বুধবারীবাজার ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি বেলাল আহমদ জয়, সাধারণ সম্পাদক জুনেদ আহমদ লিটন, ছাত্রনেতা আলী হোসেন রাদিস, কুতিল আহমদ, সালমান কাদের, সৈকত আহমদ, মোহন আহমদ প্রমুখ।