Monday, 21 June 2021

ব্র্যাক ব্যাংক আম্বরখানা এজেন্ট ব্যাংকিং আউটলেট এর উদ্বোধন



ব্র্যাক ব্যাংক আম্বরখানা এজেন্ট ব্যাংকিং আউটলেট এর শুভ উদ্বোধন করা হয়েছে। ২০ জুন রবিবার দুপুরে সিলেট নগরীর আম্বরখানাস্থ পয়েন্টভিউ শপিং সেন্টারের ৩য় তলায় ব্র্যাক ব্যাংক আম্বরখানা এজেন্ট ব্যাংকিং আউটলেট এর ৫৪০তম শাখার উদ্বোধন করা হয়।

ব্র্যাক ব্যাংক লিঃ সিলেট এরিয়া প্রধান ও শাখা প্রধান মোঃ ইয়াহিয়া এর সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংক এসএমই ব্যাংকিং ডিভিশনের সিলেট রিজিওনাল হেড মোঃ তোফাজ্জল হোসেন।

ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং ডিপার্টমেন্টের অফিসার মোঃ আবু সাঈদ এর পরিচালনায় বক্তব্য রাখেন ব্র্যাক ব্যাংক আম্বরখানা এজেন্ট ব্যাংকিং আউটলেট এর এজেন্ট মোঃ সিরাজ উদ্দিন, দি নিউ নেশন ও দৈনিক আজকালের খবর এর সিলেট ব্যুরোপ্রধান এসএ শফি, এজেন্ট ব্যাংকিং ডিভিশনের অফিসার মোঃ নাহিদুল ইসলাম, এসএমই ব্যাংকিং ডিভিশনের বিডিএম মোঃ রুকন উদ্দিন। অনুষ্ঠানে বিভিন্ন স্তরের ব্যবসায়ী, সুধীসমাজের নেতৃবৃন্দ ও ব্যাংকের কর্মকর্তা, কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা মুফতি মোঃ তাজুল ইসলাম। পরে প্রধান অতিথিসহ বিশেষ অতিথিবৃন্দ ফিতা কেটে আউটলেটের শুভ উদ্বোধন করেন।


শেয়ার করুন