দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের বিবিদইল নিবাসী বিশিষ্ট সালিশীব্যক্তিত্ব বর্ষিয়ান রাজনীতিবিদ আব্দুল ওয়াহাব খান খোকা খান এর মৃত্যুতে ২৫ জুন শুক্রবার বাদ জুমআ বিবিদইলস্হ আবুদৌলত - শাহ জাকারিয়া মডেল মাদরাসা মসজিদে একআলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে ৬নং লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল, বিশিষ্ট সমাজসেবী জিলু মিয়া চৌধুরী, সমাজসেবা কামারুজ্জামান খান ফয়ছল,মুরাদ খান ,বিবিদইল বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক সাইফুল ইসলাম রানা, সিনিয়র শিক্ষক মাওলানা মাহবুবুল আলম,আব্দুল হক,মাদরাসার প্রিন্সিপাল আব্দুর রহমান সিদ্দিকী, হিফজ শাখার প্রধান হাফিজ মামুনুর রশীদ, মাদরাসার সহকারী শিক্ষক আবদুল কাদিরসহ মাদরাসা পরিচালনা কমিটির সদস্য ও প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
খবর বিভাগঃ
বিজ্ঞপ্তি