Monday, 14 June 2021

হাবিবের পক্ষে গণসংযোগ করতে দেশে আসছেন জুয়েল আহমদ


সিলেট -৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত হাবিবুর রহমান হাবিবের পক্ষে গণসংযোগ করতে দেশে আসছেন যুক্তরাষ্ট্র শ্রমিকলীগের সাধারণ সম্পাদক জুয়েল আহমদ। চলতি সপ্তাহে তিনি দেশে আসছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।

১২ জুন শনিবার সকাল ১১টার পর প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় সিলেটে -৩ আসনের উপনির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে মনোনয়ন লাভ করেন সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য হাবিবুর রহমান হাবিব। 

আওয়ামীলীগের প্রার্থী নৌকার মাঝি হাবিবুর রহমান হাবিবের বিজয় নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র শ্রমিকলীগের সাধারণ সম্পাদক জুয়েল আহমদ পুরো নির্বাচনকালিন সময় দেশে অবস্থান করে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে গণসংযোগে অংশ নিবেন। 

জুয়েল আহমদ জাতীয় শ্রমিকলীগসহ দলীয় অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সহযোগিতা কামনা করেন। তিনি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মনোনিত প্রার্থী হাবিবুর রহমান হাবিবের নৌকা মার্কার বিজয় সুনিশ্চিত করতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের কাজ করার আহবান জানান।


শেয়ার করুন