এপেক্স বাংলাদেশ জেলা-৪ এর গভর্নর এপে. শাহেদুর রহমানের পক্ষ থেকে শুক্রবার বিকাল ৩.০০ টায় নগরীর মিরাবাজারে সমাজের কম সৌভাগ্যবানদের মাঝে খাদ্য সামগ্রী ও ইফতার বিতরণ করা হয়।
জেলা গভর্নর-৪ (২০২০-২১) এপে. শাহেদুর রহমানের সভাপতিত্বে এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল, এপেক্স বাংলাদেশের লাইফ গভর্নর এপে. আক্তার হোসেন খান, সাবেক জেলা গভর্নর-৪ এপে. এড. গিয়াস উদ্দিন চৌধুরী, জেলা-৪ সেক্রেটারী (২০২০-২১) এপে. নাজমুল হুদা, সিলেট ক্লাবের সাবেক সভাপতি এপে. বাবুল মিয়া, সেক্রেটারী (২০২০-২১) এপে. আশীষ রায়, গ্রীণ হিলস ক্লাবের সাবেক সভাপতি এপে. এড. শফিকুল ইসলাম, এপে. মো. আদিল হোসেন, সিনিয়র সহসভাপতি এপে. এ. কে. আজাদ ফাহিম, সেক্রেটারী এপে. এড. আব্দুল্লাহ আল হেলাল, সুনামগঞ্জ ক্লাবের সভাপতি (২০২০-২১) এপে. এড. আকমল হোসেন খান, শাহপরান সিটি ক্লাবের সভাপতি (২০২০-২১) এপে. কায়সার জামান, সাবেক সভাপতি মঈনুল ইসলাম খান শায়েখ, মাহবুবুর রহমান এরশাদ, সেক্রেটারী (২০২০-২১) সাবিরুল ইসলাম খান শিফন, বোর্ড মেম্বার (২০২০-২১) এপে. তানভীর আহমদ, ফেঞ্চুগঞ্জ ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এপে. এহতেনান আহমদ খান প্রমূখ।
এসময় উপস্থিত অতিদরিদ্র মানুষের হাতে খাদ্য সামগ্রী ও ইফতার তুলে দেয়া হয়।
খবর বিভাগঃ
কুশিয়ারা নিউজ