Tuesday, 11 May 2021

গোলাপগঞ্জে আমেরিকান প্রবাসীদের সহায়তায় ঈদ উপহার বিতরণ


গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিন ইউনিয়নের দত্তরাইল গ্রামের কয়েকজন আমেরিকা প্রবাসীর উদ্যোগে নবগঠিত সামাজিক সংগঠন 'আমাদের দত্তরাইলের' পক্ষ থেকে  গ্রামের ১শত ১৫জন  নারী পুরুষকে নগদ ১হাজার টাকা করে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার দুপুর ২টায় ঢাকাদক্ষিণ দত্তরাইল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সমাজসেবী  কাওছার রাজা রতনের  পরিচালনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সমাজ সেবী আব্দুস শহীদ খান জিলা, আতাউর রহমান উতু, হাজী  আনোয়ার হোসেন, গোলাম মোস্তফা খান,  ঢাকাদক্ষিণ বহুমুখি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য রেজওয়ান হোসেন রাজু, ঢাকাদক্ষিন বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য আব্দুল আজাদ। সমাজসেবী গোলাম দস্তগীর খান ছামিন, সরফরাজ সুমন। 

আমাদের  দত্তরাইল সংগঠনের সমন্বয়কারী রুহুল আবেদ জানিয়েছেন সংগঠনের আহবায়ক  আমেরিকা প্রবাসী আমিনুর রেজা মারুফ, মামুনুর রেজা সায়েল ও রুহুল আবেদের উদ্যোগে এর আগে ১ম পর্যায়ে  নগদ ১ হাজার টাকা করে ৭০ জন নারী পুরুষকে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। বর্তমানে সংগঠনের আহবায়ক হিসেবে রয়েছেন  আমেরিকা প্রবাসী  আমিনুর রাজা মারুফ, গোলাম রব্বানী খান, আসগর খান, মামুনুর রেজা শাহেল, জাকারিয়া হোসেন উজ্জল।


শেয়ার করুন