Saturday, 8 May 2021

গোলাপগঞ্জে আল আমিন এসোসিয়েশনে'র উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

গোলাপগঞ্জ উপজেলার ৫ নং বুধবারীবাজার ইউনিয়নের ১ ও ২নং ওয়ার্ডের দিনমজুর, অসহায়দের মধ্যে তছির আলী ট্রাস্টের অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ করেছে আল আমিন এসোসিয়েশন।

শুক্রবার (৭ মে) উপজেলার ৫নং বুধবারী বাজার ইউনিয়নে ছফদর মঞ্জিল আওই এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্যা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আল আমিন এসোসিয়েশন'র সভাপতি আব্দুল মাজিদ জুনেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুর রহমানের সঞ্চালনায় শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফিজ জসিম আহমদ। 

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর বানীগ্রাম মাদ্রসার সহ সভাপতি হাজী মোবারক আলী, সিলেট জেলা জমিয়তের সহ-সভাপতি আলহাজ্ব শামসুদ্দীন,মাদানিয়া ক্বিরাত শিক্ষা কেন্দ্র বানীগ্রাম সাধারান সম্পাক তাজ উদ্দিন, একটিভ ডেভলাপার আওই সহ-সভাপতি আলী আহমদ, মনোরুপা কসমেটিক্স প্রোপাইটার সাংবাদিক সোহেল আহমদ, আল আমিন এসোসিয়েশন'র অডিড সম্পাদক খালেদ আহমদ।

এছাড়াও উপস্তিত ছিলেন হাফিজ মনসুর,বেলাল আহমদ,তাছলিম আহমদ,সহ ট্রাষ্টের দায়িত্বশীল সদস্যবৃন্দ ও গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ। দোয়া পরিচালনা করেন আল আমিন এসোসিয়েশনের ধর্ম সম্পাদক তাওহিদ আহমদ।


শেয়ার করুন