নিজস্ব প্রতিবেদকঃ পবিত্র রমজান মাস উপলক্ষে এবং মহামারী করোনাকালীন সময়ে অসহায় দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে গোলাপগঞ্জের চন্দরপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসীদের সংগঠন চন্দরপুর উন্নয়ন সমিতি ইউকে। শনিবার (৮ এপ্রিল) দুপুরে চন্দরপুর যুব সমাজের সার্বিক সহযোগিতায় গ্রামের ২০০টি পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, তেল, পিঁয়াজ ও আলু।
খাদ্য সামগ্রী বিতরণকালে কুশিয়ারা নিউজের সম্পাদক সালমান কাদের দিপুর সঞ্চালনায় বক্তব্য রাখেন গ্রামের বিশিষ্ট মুরুব্বী আব্দুস সোবহান মেম্বার, সাবেক ইউপি সদস্য সাব্বির আহমদ, মাশিদ আহমদ জয়, আলী হোসেন রাদিছ।
এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরুব্বী আব্দুল খালিক, মইনুল হক, সাইফুল হক, খাইরুল ইসলাম, তারেক আহমদ, সোহেল আহমদ, মোহাম্মদ রুহুল, রাসেল আহমদ প্রমুখ।
এসময় উপস্থিত সকলে চন্দরপুর উন্নয়ন সমিতি ইউকে'র সকল সদস্যের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে তাদের ভবিষ্যৎ সফলতা কামনা করেন।
খবর বিভাগঃ
কুশিয়ারা নিউজ