বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট-৪ আসনের সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিমের মৃত্যুতে শোক প্রকাশ করেছে সিলেট ল' কলেজ ছাত্রদল।
বুধবার (৫ মে) রাত পৌনে ১০টার দিকে সিলেট নগরের একটি বেসরকারি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি....... ও ইলাহী রাজিউন)।
তার মৃত্যুতে সিলেট ল' কলেজ ছাত্রদলের নেতাকর্মীগণ তৎক্ষনাৎ শোক বার্তা প্রকাশ করেন। শোক বার্তায় নেতাকর্মীরা বলেন বিএনপি পরিবারের প্রবীণ এই নেতাকে হারিয়ে আমরা মর্মাহত। তার মৃত্যুতে স্থানীয় ও জাতীয় রাজনৈতিক পরিবারে যে স্থান অপূর্ণ হয়েছে, তা কখন পূরণ হবার নয়। আমরা মরহুমের রূহের আত্মার মাগফিরাত কামনা করি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
(প্রস বিজ্ঞপ্তি)
খবর বিভাগঃ
বিজ্ঞপ্তি