জনতা ব্যাংক লিমিটেড সিলেট এরিয়া অফিস এর উপমহাব্যবস্থাপক মোঃ আব্দুল ওয়াদুদ মহাব্যবস্থাপক পদে পদোন্নতি পেয়ে বদলী জনিত বিদায় সংবর্ধনা সভা ৩ মে সোমবার দুপুরে সিলেট এরিয়া অফিসে অনুষ্ঠিত হয়।
জনতা ব্যাংক লিমিটেড সিলেট এরিয়া অফিসের সহকারী মহাব্যবস্থাপক নারায়ন চন্দ্র রায় এর সভাপতিত্ব সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক লায়েস আহমদ সাদরুল আলম। বিশেষ অতিথি বক্তব্য রাখেন বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক সনদীপ কুমার রায়, সিলেট কর্পোরেট শাখার উপমহাব্যবস্থাপক বিমল কান্তি দাস।
এরিয়া অফিসের প্রিন্সিপাল অফিসার রাজীব কুমার পাল এর পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন পাঠ করেন সিনিয়র অফিসারসাইফুর রহমান রাজু । সংবর্ধিত অতিথি’র বক্তব্য রাখেন পদোন্নতিপ্রাপ্ত মোঃ আব্দুল ওয়াদুদ।
সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন ফরেন এক্সেঞ্জ কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক মাহবুবুল আলম, জিন্দাবাজার কর্পোরেট শাখার ম্যানেজার ও বঙ্গবন্ধু পরিষদ জনতা ব্যাংক লিমিটেড সিলেট অঞ্চলের সভাপতি মোঃ নজরুল ইসলাম, কাজূটুলা শাখার ম্যানেজার ছইফুল আলম চৌধুরী, জালালাবাদ শাখার ম্যানেজার মাধব রাম পাল,শেখঘাট শাখার ম্যানেজার তানবীর আহমদ শাকিল, স্টেশন রোড শাখার ম্যানেজার মোঃ আব্দুল মতিন,বিয়ানীবাজার শাখার ম্যানেজার অশ্রুজিৎ পাল লিটু, কুমারগাও শাখার ম্যানেজার মিসেস দীপীকা রহমান, শাহজালাল উপশহর শাখার ম্যানেজার সালমা খন্দকার, ফেন্সুগঞ্জ শাখার ম্যানেজার মোহাম্মদ শাহিনুর রহমান ,গোলাপগঞ্জ শাখার ম্যানেজার সঞ্জীপন তালুকদার, বিশ্বনাথ শাখার ম্যানেজার আবুল বাসার,এরিয়া অফিসের সিনিয়র অফিসার ফারুক মিয়া, ঢাকা দক্ষিন শাখার ম্যনেজার ফেরদৌস মিয়া, কোম্পানীগঞ্জ শাখার ম্যানেজার আব্দুল্লাহ আল মারুফ, শেরপুর নুতন বাজার শাখার ম্যানেজার সন্দীবন পাল, কানাইঘাট শাখার ম্যানেজার বদরুল আলম, ভাদেশ্বর শাখার ম্যানেজার সালাউদ্দিন, বুরুঙ্গা বাজার শাখার ম্যানেজার শাখায়াৎ হোসেন চৌধুরী, ওয়েষ্ট আমুড়া শাখার ম্যানেজার মোঃ শফিকুর রহমান, এরিয়া অফিসের সিনিয়র অফিসার মোঃ ফারুক মিয়া, বঙ্গবন্ধু পরিষদ জনতা ব্যাংক ইউনিট সিলেট অঞ্চলের সাধারণ সম্পাদক রুহুল আলম,জনতা ব্যাংক সিবিএ সিলেট অঞ্চলের সাধারন সম্পাদক মীর ইয়াকুত আলী দুলাল, বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তা ও সিলেট জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামীম রশীদ চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে সংবর্ধিত অতিথি মোঃ আব্দুল ওয়াদুদকে সিলেট এরিয়া অফিস, বিভাগীয় কার্যালয়সহ বিভিন্ন শাখা ও সংগঠনের পক্ষ থেকে ফুলের তোড়া ও ক্রেষ্ট প্রদান করা হয়।
উল্লেখ্য, মোঃ আব্দুল ওয়াদুদ জনতা ব্যাংক লিমিটেড এর মহাব্যবস্থাপক হিসাবে পদোন্নতি পেয়ে রাজশাহী বিভাগের দায়িত্ব প্রাপ্ত হয়েছেন। তিনি ইতিপূর্বে সিলেটের বিভিন্ন শাখার শাখা ব্যবস্থাপকসহ সুনামগঞ্জ ও সিলেট এরিয়ার এরিয়া প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন।
আব্দুল ওয়াদুদ ১৯৮৯ সালের ৩০ ডিসেম্বর জনতা ব্যাংক লিমিটেড এর রুরাল ক্রেডিট অফিসার হিসাবে যোগদান করেন। দীর্ঘ ৩০ বছর যাবৎ এ ব্যাংকে কর্মরত আছেন। তিনি ১৯৬৫ সালের ৩ জানুয়ারী সুনামগঞ্জ জেলার জামালাগঞ্জ উপজেলার সাচনার মানিগাঁও গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তাঁর পিতার নাম মোঃ আব্দুল মান্নান, মাতার নাম- গুল-ই-আফজাল বেগম।
তিনি বাংলাদেশ এগ্রিকালচার ইউনির্ভাসিটি, ময়মনসিংহ হতে এগ্রিকালচার ইকোনমি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। পরবর্তীতে সিলেট ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি হতে এমবিএ করেন।