জনতা ব্যাংক লিমিটেড এর মহাব্যবস্থাপক হিসাবে পদোন্নতি লাভ করেছেন মোঃ আব্দুল ওয়াদুদ। তিনি মহাব্যবস্থাপক হিসেবে জনতা ব্যাংক লিমিটেড রাজশাহী বিভাগের দায়িত্ব প্রাপ্ত হয়েছেন।
ইতিপূর্বে তিনি সিলেটের বিভিন্ন শাখার ব্যবস্থাপকসহ সুনামগঞ্জ ও সিলেটের এরিয়া প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন।
আব্দুল ওয়াদুদ ১৯৮৯ সালের ৩০ ডিসেম্বর জনতা ব্যাংক লিমিটেড এর রুরাল ক্রেডিট অফিসার হিসাবে যোগদান করেন। দীর্ঘ ৩০ বছর যাবৎ এ ব্যাংকে কর্মরত আছেন। তিনি ১৯৬৫ সালের ৩ জানুয়ারী সুনামগঞ্জ জেলার জামালাগঞ্জ উপজেলার সাচনার মানিগাঁও গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তাঁর পিতার নাম মোঃ আব্দুল মান্নান, মাতার নাম- গুল-ই-আফজাল বেগম।
তিনি বাংলাদেশ এগ্রিকালচার ইউনির্ভাসিটি, ময়মনসিংহ হতে এগ্রিকালচার ইকোনমি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। পরবর্তীতে সিলেট ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি হতে এমবিএ করেন। তিনি র্দীঘ ৩০ বছর চাকুরী জীবনে ব্যাংকিং বিষয়ে দেশে -বিদেশে বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন। তিনি সকলের দোয়া প্রার্থী।