ঈদ মানে
আতাউর রহমান আফতাব
ঈদ মানে তো খুশির জেয়ার আনন্দ ধারায়,
শিশু-কিশোর হল্লা করে
নেঁচে নেঁচে হেসে খেলে আনন্দে গান গায়।
ঈদ মানে তো খুশির খবর সারা জাহানময়,
গ্রীষ্মকালে কুশিয়ারা কলকলিয়ে বয়।
ঈদ মানে তো পিঠা, পোলাও,মিষ্টি ও কাবাব,
কে যে বলে মুসলিম বিশ্বে
আছে কত অভাব!
ঈদ মানে তো ভালোবাসা, বুকে বুক মিলায়,
হাজার পাখির গানে গানে হাজার নদির কলতানে সময়
বয়ে যায়।