গোলাপগঞ্জে ধারাবহর এক মাইল খাদিমুল কোরআন পরিষদের উদ্যোগে মাসব্যাপী নূরানী কোরআন প্রশিক্ষণ শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৯ মে) উপজেলার ধারাবহর একমাইল গুলভাগ জামে মসজিদের দ্বিতীয় তলায় এ অনুষ্ঠানে আয়োজন করা হয়।
পহেলা রমজান থেকে মাসব্যাপি এ কার্যক্রম শুরু করা হয়। এ প্রশিক্ষণ কার্যক্রমে পাঠদান করেন মাওলানা আবিদুর রহমান, মাওলানা বাশশার আহমদ, মাওলানা শাহেদ আহমদ ও আফফান আহমদ।
পরিশুদ্ধভাবে পবিত্র কোরআন পাঠ এবং ইসলামি শিক্ষায় কোমলমতি শিশুদের উদ্ভুদ্ধ করে এ কার্যক্রম শুরু করা হয়েছে বলে জানান ধারাবহর এক মাইল খাদিমুল কোরআন পরিষদের সদস্যগণ।