বাংলাদেশে বিশ্ব মহামারি করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে গৃহবন্দী হওয়া গোলাপগঞ্জের কর্মহীন মানুষের
মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে দেওয়া নগদ অর্থ বিতরণ প্রদান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বেলা ২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবিরের সভাপতিত্বে ও উপজেলা সমবায় কর্মকর্তা জামাল মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম শিলা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপমা দাস, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা অভিজিৎ কুমার পাল, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদ, সমাজসেবা কর্মকর্তা নুরুল হক, দৈনিক সিলেট ডাক পত্রিকার স্টাফ রিপোর্টার ইউনুছ চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে ৫০ জন কর্মহীন মানুষের মধ্যে ১ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা বিতরণ করা হয়। পরে জেলা প্রশাসক উপজেলা কমপ্লেক্সে নির্মাণাধীন মডেল মসজিদ ও উপজেলার বিভিন্ন জায়গায় ভূমিহীনদের জন্য নির্মাণাধীন আশ্রায়ন প্রকল্পের ঘর পরিদর্শন করেন।