Friday, 26 March 2021

আতাউর রহমান আফতাব'র কবিতাঃ মিছিল

মিছিল
আতাউর রহমান আফতাব


জাগো জাগো বাঙ্গালী জাগো!
জেগেছেরে জেগেছে বাঙ্গালী জেগেছ !!
শৈশবের মিছিল,
যখন তখন চলে মিছিল মাঠে অার ময়দানে
পেছকুন্দা মিছিল করে কাকতাড়ুয়ার গানে। 


যুদ্ধ চলে দিকে দিকে যুদ্ধ চলে বন্দরে
প্রিয়জনের দেখা নেই
কাদেঁ কেবল অন্তরে।

বাংলাদেশ  স্বাধীন হবে
বঙ্গবন্ধুর ডাক,
ফিরে এলো ২৬ শে মার্চ
কোথাও নেই ফাঁক। 


শৈশবের স্মৃতি গুলি উঠা-নামা করে,
মিছিল করে দামাল ছেলে
কে আর থাকে ঘরে !


শেয়ার করুন