![]() |
ফাইল ছবি |
গোলাপগঞ্জ প্রতিনিধিঃ গোলাপগঞ্জে প্রতি বছরের ন্যায় এবারও মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করেছে শিক্ষা ও সমাজসেবী সংগঠন 'শিরিন মেমোরিয়াল ট্রাস্ট'। ট্রাস্টের ৩য় মেধাবৃত্তি এ পরীক্ষা আগামী ০৮ নভেম্বর ২০২৫ইং তারিখে উপজেলার চন্দরপুরে আল-এমদাদ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে। উপজেলাব্যাপী প্রায় ৪০টি মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে এ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
শিক্ষার মানোন্নয়ন ও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষ্যে নিয়মিতভাবে এ মেধাবৃত্তি পরীক্ষা আয়োজন করে আসছে শিরিন মেমোরিয়াল ট্রাস্ট। গত দুই বছরের সফল আয়োজনের ধারাবাহিকতায় এবারের তৃতীয় পর্বকে ঘিরে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
আসন্ন পরীক্ষাকে সামনে রেখে আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) থেকে শুরু হয়েছে ফরম বিতরণ কার্যক্রম। বিদ্যালয়ভিত্তিক ফরম বিতরণ ও শিক্ষকবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে আজ উপজেলার বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন করেন মেধাবৃত্তি পরীক্ষার উপ-নিয়ন্ত্রক আল-এমদাদ উচ্চ বিদ্যালয়ের আইসিটি বিভাগের সিনিয়র শিক্ষক আব্দুল হামিদ এবং মেধাবৃত্তি পরীক্ষার সচিব সালমান কাদের দিপু।
পরিদর্শনকালে সকল বিদ্যালয় প্রধানগণ ও শিক্ষকবৃন্দ মেধাবৃত্তি পরীক্ষার এই আয়োজনকে স্বাগত জানিয়ে বলেন, “এ ধরনের মেধাবৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বাড়াবে এবং প্রতিযোগিতার মনোভাব জাগ্রত করবে।”
শিরিন মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের সাবেক সভাপতি ফজলুল হক ফজলু বলেন, প্রতিবারের মতো এবারও পরীক্ষার মাধ্যমে যোগ্য শিক্ষার্থীদের বৃত্তি ও পুরস্কার প্রদান করা হবে। পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন ও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করাই ট্রাস্টের মূল লক্ষ্য বলেও জানান তিনি।
তিনি আসন্ন পরীক্ষার সফলতার জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।