গোলাপগঞ্জ প্রতিনিধি: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বন্ধন ক্লাব গোলাপগঞ্জ আয়োজিত কুইজ বৃত্তি পরীক্ষা ২০২৫-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) সকাল ১০টায় গোলাপগঞ্জ সরকারি মোহাম্মদ চৌধুরী একাডেমির মুক্তিযোদ্ধা ভবনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি এম.সি. একাডেমি'র শিক্ষক রাজীব কুর্মী এবং পরিচালনা করেন বন্ধন ক্লাবের সভাপতি এম. মাজহারুল ইসলাম হাসান। পবিত্র কোরআন তেলাওয়াত করেন ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ সাব্বির আহমেদ। শুভেচ্ছা বক্তব্য দেন সহ-সভাপতি শাহরিয়ার আহমেদ এবং কুইজ প্রতিযোগিতা সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করেন সাধারণ সম্পাদক তাহের আহমদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল) মো. শাহ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দেওয়ান নাজমুল আলম, এম.সি. একাডেমি (প্রাথমিক শাখা'র) শিক্ষক শাহান আহমদ, দাড়িপাতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান এবং তাফিয়া খাতুন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শোনারা বেগম।
অনুষ্ঠানের এক মনোজ্ঞ পরিবেশনায় দেশাত্মবোধক নাশিদ পরিবেশন করেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী তাহমিদুর রহমান।
এ সময় ক্লাবের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন—প্রতিষ্ঠাতা সভাপতি মাজহারুল ইসলাম হাসান, সহ-সভাপতি মাহি আল জামি, সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ সাব্বির আহমেদ, সহ-দপ্তর সম্পাদক রাফি আহমদ, অর্থ সম্পাদক আবু বক্কর, ধর্ম বিষয়ক সম্পাদক মাহমুদ হোসেন, সদস্য মান্না আহমদ ও রুহিন আহমদ।
অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ২০ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া। শিক্ষার্থী ও অভিভাবকরা বন্ধন ক্লাবের এ উদ্যোগকে অত্যন্ত প্রশংসনীয় বলে মন্তব্য করেন এবং ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
